মোঃ নুর হোসেন রিপন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে টানা বর্ষণে পানিবন্ধি হাজারো পরিবার। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে টানা বৃষ্টিতে বহু রাস্তাঘাট, বাড়ি ঘর শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ থেকে ৫ ফুট পানির নিচে ডুবে গেছে।
উপজেলার , কাঞ্চনপুর, ইছাপুর,
চন্ডিপুর, করপাড়া লামচর ভোলা কোড ২নং নোয়াগাও ভাটা ও পৌর সভার শহর সমিতির বাজার ও বাংলাবাজার, নবীগঞ্জ বাজার সাহাপুর বাজার পানিওলা ডলটা বাড্ডা টিউলি আশেপাশের এলাকা, নয়নপুর, নুনিয়াপাড়া, সামদানপুর, হরিচ্চর সহ অনেক এলাকার ঘর-বাড়ি পানির নিচে ডুবে গেছে।
ভেসে গেছে কয়েক শত মাছের ঘের। পডে গেছে গাছ বহু স্থানে গরু ও মুরগীর খামারিদের খামার পানিতে ডুবে গেছে। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
মোঃ রাসেল আহমেদ বলেন বৃষ্ট পানির বাড়তি হওয়ার কারণে আমাদের সকল প্রজেক্ট মাছ চলে গেলন,
তাদের। পুকুরে মাছের ঘের ভেসে বহু জলাশয়ের ছোট বড় মাছ বের হয়ে গেছে। দাদনে টাকা নিয়ে অনেক মাছ চাষি পুকুর ইজাড়া নিয়ে মাছ চাষ করেছেন বলে জানিয়েছেন চাষিরা।
এ ছাড়াও কয়েক হেক্টর আমনের বীজতলা ও শাক সব্জির বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে বলে জানান কৃষক